অবতক খবর,২৮ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বুধবার দুপুররে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামের কিষাণ প্রাঙ্গনে কৃষকদের সচেতনতার মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার ২৪জন কৃষকদের কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে।কৃষি যন্ত্রপাতি নিয়ে সচেতনতা করা হয় কৃষকদের। মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হরসিত মজুমদার, ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ বলেন এদিন ৮ জন কৃষককে খড় কাটার মেশিন, ৬ জনকে ধানের জমিতে স্প্রে করা ব্যাটারি চালিত মেশিন, ৬জনকে ধানঝাড়ার মেশিন সহ মোট ২০ জন কৃষক কে কৃষিযন্ত্র প্রদান করা হয় বলে জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক হরসিত মজুমদার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান , ব্লক কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা । পাশাপাশি কৃষকদের কৃষি কাজে এইসব যন্ত্রপাতি ব্যবহার নিয়ে সচেতনতা করা হয়। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ আরও বলেন ভর্তুকিযুক্ত যন্ত্রপাতি কৃষকরা নিয়ে তাহা চাষের কাজই ব্যবহার করতে হবে বলে জানান তিনি।