অবতক খবর,১৮ নভেম্বর,শান্তনু পান, শ্চিম মেদিনীপুর:- আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বইবে। মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলী সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টি বেশি হলে ফসলের ক্ষতি হয়ে যাবে, তাই আগেভাগেই মাঠ থেকে ধান তুলতে ব্যস্ত চাষিরা! পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মাইপুর, তোড়িয়া ও আকমুড়া সহ বিভিন্ন এলাকায়। চাষিরা জানাচ্ছেন সারা বছর খেয়ে বেঁচে থাকার ফসল ধান। তাই ধান যদি নষ্ট হয়ে যায় মানুষ খেতেও পাবেনা।
কৃষকরা আরও জানান, ধান কেটে তোলার সঠিক সময় না হলেও এক প্রকার বাধ্য হয়ে তুলতে হচ্ছে। অনেকেরই ধান কাঁচা, তাও তুলে নিতে হচ্ছে বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। এক থেকে দু দিনের মধ্যে ধান ঝেড়ে রৌদ্রে শুকোতে না দিতে পারলে তাও আবার খারাপ হওয়ারও আশঙ্কা করছেন চাষীরা। সব মিলিয়ে কেশপুরের চাষীদের এখন হাপ ছাড়ার সময় নেই।