নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর::মুম্বাই::২০ডিসেম্বর::ডেভিড ধাওয়ানের 45 তম কুলি নাম্বার ওয়ান মুক্তির অপেক্ষায়। এই ছবিতে অভিনয় করছেন সারা আলি খান এবং ডেভিড পুত্রবরুণ ধাওয়ান।
1995 সালের কমেডি ফিল্ম কুলি নাম্বার ওয়ান এর রিমেক এই ছবি। সেই ছবিতে অভিনয় করেছিলেন কারিশমা কাপুর এবং গোবিন্দা। সেই ছবির ডিরেক্টর ছিলেন ডেভিড ধাওয়ান স্বয়ং।
একটি ইন্টারভিউতে ডেভিড বলেছেন ,কারিশমা এবং গোবিন্দা নিজেদেরই পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সেই একই ম্যাজিক কোনদিনও ফুটিয়ে তুলতে পারবেন না। কারো সেটা করা উচিত নয়। বরুণ এবং সারার সম্পূর্ণ আলাদা ধরনের। তারা নিজেদের মতো নিজেদের সত্তা অনুযায়ী কাজ করেছেন।
কুলি নাম্বার ওয়ান এর রিমেকে দেখা যাবে কালকে। জড়ুয়া টু এরপর ভরুন এবং তার বাবা একসঙ্গে কাজ করতে চলেছেন। 2017এর পরে মাঝে দুটো বছর কেটে গেছে আবার এই বাবা ছেলে জুটি একসঙ্গে ফিরে আসছে রুপোলি পর্দায়।