অবতক খবর,৬ জানুয়ারি,মালদা:- পার্শ্ববর্তী রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। বাড়ি থেকে ট্রেনে করে রওনা দিয়ে ছিল কলেজের উদ্দেশ্যে। তারপর মাঝপথে নিখোঁজ। ফারাক্কা ব্রিজে পাওয়া গেল ছাত্রীর ব্যাগ, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম।পুলিশ খোঁজ দিলো বাড়িতে। অপহরণের আশঙ্কা পরিবারের। তবে কি রেলপথে কোন ভাবে পাচারের শিকার হলো ওই ছাত্রী।

পাশেই রয়েছে ঝাড়খন্ডের একাধিক অপরাধপ্রবণ এলাকা। উঠছে বিভিন্ন প্রশ্ন? মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত (২০)। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা। মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়।

কিন্তু তারপর থেকে নিখোঁজ। এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া যায় দীপ্তির ব্যাগ মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম। এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দেয়। সেখান থেকে খবর আসে দীপ্তির পরিবারের কাছে। এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। কি হলো তাদের মেয়ের। কোথায় নিয়ে যাওয়া হয়েছে দীপ্তিকে। ক্রমশ দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।