মৃত্যু মানে কি টুইটারে শোক প্রকাশ, গ্যান স্যালুট বা কুর্ণিশ জানিয়েই খালাস হওয়া যায়? এতেই দায়িত্ব খালাস? অবহেলায় সাধারণ মানুষের মৃত্যুকে রাষ্ট্র কি কুর্ণিশ জানায়?

কুর্ণিশ
তমাল সাহা

কুর্ণিশ শব্দটি এখন
আমি পকেটে পুরে রাখি
কখন কাকে কুর্নিশ দিতে হবে
তা আগে থেকে জানা যায় নাকি!

কুর্নিশ সবাইকে দেওয়া যায়?
ঘাতক ও নিহত দুজনেই সমান তালে
এই দেশে কুর্ণিশ পায়।

করেনায় মৃত আধিকারিক–
কুর্ণিশ জানায় রাষ্ট্র।
চিকিৎসার অবহেলায় মৃত প্রজন্ম
তাকে কুর্নিশ!
জানাতে রাষ্ট্রের অতি বড় কষ্ট।

রাষ্ট্র বলে, আমার হাতে
একচল্লিশটি আরোগ্য কেন্দ্র
সুপার স্পেশালিটি!
দেখো প্রতিদিন কেমন বেড়ে যায় মৃত্যু
নিরাময়ের নির্মল কোয়ালিটি!

মানুষ তো জন্মেছে
মানুষ তো মরবেই,
এ আর নতুন সংবাদ কি?
রাষ্ট্র প্রশাসনকে বলে,
কানেকানে ফিসফিস!
আরে, ঝামেলা মিটে যাবে
মৃত্যুসম্মান তো দিতে হবে,
মজুত আছে তো স্যালুট গান—
ধুর শালো দিয়ে দে কুর্নিশ!