অবতক খবর,৭ ডিসেম্বর: বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল। ৫৬৫০ বোতল বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

ধৃতরা হল বহরমপুরের নগরাজলের বাসিন্দা রোহিত শেখ, শ্যামনগর এর বাসিন্দা দিলীপ ওরাও, জলঙ্গীর বাসিন্দা মিনজারুল মন্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নগড়া জলে রোহিতের একটি গোডাউনে মজুদ করে রাখা ছিল ফেনসিডিল গুলো। কুয়াশার আড়ালে ফেনসিডিল গুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের।

উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। বাংলাদেশে ফেনসিডিল পাচার হলে প্রতিটি ফেনসিডিল পিছু হাজার টাকা করে পাওয়া যায়।