অবতক খবর,৪ ফেব্রুয়ারী,হরিশ্চন্দ্রপুর:কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বছর ৭৮ এর এক বৃদ্ধ।দুশ্চিন্তাই তার স্ত্রী ও পরিবারের লোকেরা।কবে বাড়ি ফিরবেন স্বামী তার আশায় বাড়ির দরজায় কান্না করছেন স্ত্রী।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ী গ্রামের বাসিন্দা বলদেব সিং বয়স(৭৮)।বাড়ি না ফেরায় পরিবার লোকেরা দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে,গত চলতি বছরের জানুয়ারি মাসের ২৭ তারিখে পরিবার ও স্থানীয় লোকেদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজ যায় সে।তারপর চলতি মাসের শনিবার থেকে নিখোঁজ হয়ে যায়।চার দিন ধরে নিখোঁজ রয়েছে সে।সেখানকার পুলিস প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবার ও সঙ্গের লোকেরা।তার কোনও খোঁজ না পাওয়ায় সকলেই বাড়ি ফিরে এসেছেন।এদিকে সকলে বাড়ি ফিরতেই স্বামীর খোঁজ না বাবাই স্বামী বাড়ি না ফেরাই কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী।
নিখোঁজ বৃদ্ধর ছেলে হিরেন সিং বলেন,বাবা সকলেরই সঙ্গে সেখানে ছিল।তারপর শুনতে পেলাম শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।তার সঙ্গে লাস্ট আমার শুক্রবার অবধি কথা হয়েছে।যেখানে কোথায় কিভাবে রয়েছে?এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না।সবাই বাড়ি ফিরে।এসেছে।বড় দুশ্চিন্তায় আছি।দুর্ঘটনায় মারা যায়নি তো। আশঙ্কা হচ্ছে।প্রশাসনকে বিষয়টি জানাবো।