অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ ঘটনাটি বহরমপুরের সৈদাবাদ এলাকায়। ভাগীরথী নদীতে বেশ কিছু দিন থেকেই কুমিরের আতঙ্ক ছিলোই। গতকাল সকালে বহরমপুর এলাকার এক মৎসজীবি মাছ ধরতে গিয়ে সোজাসুজি বড় মাছভেবে কুমির ধরে ফেলে , তার পরেই কুমিরের সাথে যুদ্ধ। কোন রকমে প্রানে বেঁচে ফিরলেন যুবক। কুমিরের কামড়ে ক্ষত প্রাথমিক চিকিৎসায় ষোলটি সেলাই। এর পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

সাধারণ মানুষের বক্তব্য কুমির টি বেশ কিছু দিন থেকেই দেখা যাচ্ছে। তবে এই বার প্রথম কোন মানুষ আক্রান্ত হয়েছে। ভাগীরথী নদীতে স্নান ও যাবতীয় কাজ এড়িয়ে চলছেন দুই পাড়ের বাসিন্দারা। কিছুতেই আতঙ্ক কাটছে না। ছোট নৌকা অথবা ডুবে মাছ ধরা আপাতত বন্ধ। কিভাবে সংসার চলবে চিন্তার ভাঁজ মৎস জীবিদের। প্রশাসনের পক্ষ থেকে কোন রকম বেবস্থা নেওয়া হয়নি। সচেতনতার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইক বাজলেও কুমির ধরার বা সরিয়ে দেবার কোন বেবস্থা হচ্ছে না। বনদপ্তরের রেঞ্জ অফিসার জানান মিষ্টি জলের কুমির কোন ক্ষতি করেনা। মাছ ভেবে চেপে ধরার কারনে আত্মরক্ষার জন্য ঘুরিয়ে আক্রমণ করেছে।