অবতক খবর,২৬ আগস্টঃ কুণাল ঘোষ আমাদের মামা। কুনাল মামার জন্য আমরা একটা জায়গা রাখার ঠিক করছি। কুনাল দা বিজেপি তে আসবে কিনা তা তিনি ঠিক করুক। কুনাল দা সব বুঝতে পারেন সব জানেন তাই কুনাল দা হচ্ছে এই বাংলার মামা। মামা বিজেপিতে আসতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার জয়রামবাটি যাওয়ার পথে জয়পুরে এমন কথা জানালেন সাংসদ।