আজ কার্টুনিস্ট কুট্টির জন্মদিন

কুট্টিকথা
তমাল সাহা

দেশ জুড়ে অন্ধকার ঘুরঘুট্টি
সময় কালের সঙ্গে সম্পৃক্ত মানুষটি।

যত বড় রাষ্ট্রীয় মস্তান হোক, ধুর!
হাতের আঙুলের ফাঁকে
উঁচিয়ে আছে সচেতন তীব্র তুলিটি।

হিম্মত ছিল মানুষটার।
তুড়ি মেরে নেতাদের ভ্রুকুটি
তাদের মুখ শরীর নিয়ে খেলতেন কাটাকুটি।

কার্টুন শিল্পের মাস্টার ছিলেন তিনি
বিশাল এক শিল্পী, নাম তার পি কে এস কুট্টি।

পুরো নাম উচ্চারণে দাঁত ভেঙে যায়
পুথুকোড্ডি কোট্টুথোডি শঙ্করন কুট্টি নায়ার
এই ভয়ে
তার বিরুদ্ধে কেউ মানহানির মামলা করে না দায়!

আরে কুট্টি মানে ছোট্ট নয়, কেউকেটা
এক আঁচড়ে ফুটিয়ে তুলতেন দেশের ছবিটা।