অবতক খবর,২৩ ডিসেম্বর: কুকুরের কামড়ে আহত একই গ্রামের 20 থেকে 25 জন। গ্রাম জুড়ে কুকুরের আতঙ্ক। এমনই ঘটনার সামনে এসছে মালদার মানিকচক থানার ধরমপুর অঞ্চলের শ্যামসুন্দরী টোলা এলাকায়। মানুষের পাশাপাশি এলাকার গবাদিপশুকে ও কুকুরের আক্রমণ।

কুকুরের এই হামলায় কারো চিকিৎসা চলছে হাসপাতালে তো কেউ আবার বাড়ি ফিরে এসেছে। প্রায় সপ্তাহখানেক ধরে কুকুরের এমন হামলার ঘটনায় বেজায় আতঙ্কিত গ্রামের মহিলা পুরুষ সকলে। অবশেষে সোমবার ওই কুকুরের মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বস্তি মিলেছে গ্রামবাসীদের।