নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ইসলামপুর :: কিস্তির টাকা মুকুবের দাবিতে ব্যাংক ম্যানেজারকে স্মারকলিপি দিল এলাকার বাসিন্দারা। লকডাউন চলাকালীন বন্ধন ব্যাংকের কিস্তির টাকা মুকুবের দাবিতে চোপড়ার দাসপাড়া অঞ্চলের টেপাগাও বন্ধন ব্যাংক ও দাসপাড়া বন্ধন অফিসে সোমবার স্মারকলিপি দিল চোপড়া ব্লকের কংগ্রেস সিপিএম দাসপাড়া আঞ্চলিক জোট।
তাদের দাবি ,লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ অর্থনৈতিক সংকটে পড়ার ফলে সমস্ত বন্ধন ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ মুকুব করতে হবে ,সমস্ত ঋণ গ্রহণকারীদের পুনরায় ঋণ প্রদান করতে হবে , ঋণের উপর ঋণগ্রহীতাদের সুদের হার কমাতে হবে ,নতুন ঋণগ্রহীতাদের সহজ ও সরল অবিলম্বে ঋণ প্রদান করতে হবে।
এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কংগ্রেসের নেতা জিল্লুর রহমান, ডি ওয়াই এফ আই এর যুব নেতা বিদ্যুৎ তরফদার,সিপিএম এর জেলা কমিটির সদস্য দবিরুল হক প্রমুখ।