অবতক খবর,৪ ফেব্রুয়ারী :কিষাণ মান্ডিতে ধান কেনার দাবিতে মহাকুমা শাসকের দ্বারস্থ কৃষকেরা।
কৃষকরা বলছেন তাদের হয়রানি বন্ধ করা হোক এবং পুনরায় কিষাণ মান্ডিতে ধান কেনা শুরু হোক।
ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ জানান,ব্লক কংগ্রেস পক্ষ থেকে আজ মহকুমা শাসকের কাছে দেখা করা হয় ,এবং কিষাণ মান্ডিতে যাতে পুনরায় আবার ধান কেনা হয় তার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়।
কৃষকদের হয়রানি হচ্ছে।
অপরদিকে কৃষকেরা বলেন,তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছেন তবুও তাদের ধান সরকার নিচ্ছে না । কৃষকরা বলেন যাতে পুনরায় আবার ধান কেনা হয়।