অবতক খবর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃএক নাবালিকা কিশোরীকে ভুল বুঝিয়ে ফুঁসলে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।ধৃত যুবক রনজিত দলুই মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানাযায় দিন কয়েক আগে ওই নাবালিকা কিশোরীর পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় এক লিখিত অভিযোগে জানানো হয় ওই কিশোরী নাবালিকা যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল সে সময়, এলাকারই এক যুবক জোরপূর্বক তাকে ভুল বুঝিয়ে ফুঁসলে নিয়ে যায়। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় ওই কিশোরীর সন্ধান চালানো হচ্ছিল বলে জানায় পুলিশ। গতকাল শনিবার মন্তেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে সন্ধানের খবর পাই ওই নাবালিকা কিশোরী রায়না থানার শেয়ালী গ্রাম এলাকায় আছে। গতকাল রাতে মন্তেশ্বর থানার পুলিশ রায়না থানার সহযোগিতায় ধৃত যুবকের এক আত্মীয়র বাড়ি থেকে ওই নাবালিকা কিশোরীকে উদ্ধার করে ওই যুবককে গ্রেপ্তার করে আনেন মন্তেশ্বর থানার পুলিশ । উদ্ধার হওয়া ওই নাবালিকা কিশোরী ও ধৃত যুবককে কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।