অবতক খবর,২৫ ডিসেম্বর: বিক্কি যাদব খুনে পাপ্পু সিং গ্রেপ্তার হওয়ার পর থেকেই সাংসদ ও বিধায়কের বাকযুদ্ধে তপ্ত ব্যারাকপুর । উভয়ের একে অপরকে লাগাতার নিশানা করে চলেছেন। রবিবার বিকেলে জগদ্দলের এ আই চাপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন গেটে সভায় হাজির হয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, দু’বছর দলে ছিলাম না। ব্যারাকপুর কেন্দ্রের দাবিদার ছিলাম। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কিছু শিখন্ডীর কাঠিবাজির জন্য টিকিট মেলেনি।

বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়লাভের পর নেত্রীর ডাকে ফের দলে ফিরে এসেছি। পাপ্পুর গ্রেপ্তারি নিয়ে এদিন সাংসদ বলেন, ওকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। একজন বারবার পাপ্পুর নাম বলায় পুলিশ প্রভাবিত হয়ে ওকে গ্রেপ্তার করেছে। তবে আদালতে সঠিক বিচার মিলবেই। পুরানো কাহিনী তুলে ধরে সাংসদ বলেন, বামআমলে জেলে থেকে ভোটে জিতে তিনি কাউন্সিলর হয়েছিলেন। তিনি লড়াই করতে জানেন। এখানকার জনতার আশীর্বাদেই ফের তিনি জয়ী হবেন।