আবতক খবর,দেবাশিস মালিক নরেন্দ্র পুর:- কেন্দ্রীয় সরকারের কাস্টমস ডিপার্টমেন্টের বোর্ড লাগানো গাড়িতে এসে ,নরেন্দ্রপুর থানা এলাকার , লস্করপুরে মাঠ দখলের চেষ্টাকে কেন্দ্র করে , এলাকায় উত্তেজনা ৷ ঘটনাটি নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরে ৷ এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন , উভয়পক্ষের তর্কাতর্কিতে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা পালানোর চেষ্টা করেন ৷

এদের মধ্যে তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ গাড়িতে মোট সাতজন ছিলেন বলে জানা গিয়েছে ৷ এরমধ্যে একজন মহিলাও ছিলেন ৷ জিজ্ঞাসাবাদের সময় তারা নবান্ন থেকে এসেছেন বলেও জানান ৷যার জমি তার কথামত সার্ভে করতে এসেছেন বলে জানান ৷ খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷