মালদা:- কালোটাকার স্বর্গরাজ্য মালদার চারটি বিধানসভাকে চিহ্নিত করলো নির্বাচন কমিশন । নির্বাচন চলাকালীন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে চারটি বিধানসভা কেন্দ্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া । নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভাকে লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে , জাতীয় নির্বাচন কমিশনের এরাজ্যে এমন নির্দেশিকা নজিরবিহীন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং ফারাক্কা এই চারটি বিধানসভা কেন্দ্র কালো টাকা অপচয়ের ক্ষেত্রে তদারকি চালাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। এই এজেন্সিগুলির মধ্যে আয়কর অন্তর্ভুক্ত পদস্থকর্তা থেকে শুরু করে ইডি আধিকারিকেরাও তদারকি চালাবে এরাজ্যে। এই প্রথম লোকসভা নির্বাচনের মধ্যে মালদা জেলায় কালো টাকার বেমালুম অপচয়ের ক্ষেত্রে দক্ষিণ মালদার এই চারটি বিধানসভা কেন্দ্র তদারকি চালাতে চলেছে কেন্দ্রীয় বিভিন্ন তদন্তকারী এজেন্সি ।