অবতক খবর,১ অক্টোবর: সকাল থেকেই চলছে তল্লাশি। সাত সকালে NIA আধিকারিকরা আসে। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতির নস্কর পাড়ায় চলেছে। বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতে এই তল্লাশি চালাচ্ছে NIA আধিকারিকরা।