অবতক খবর,২৩ জুন: গত দুবছর ধরে মাতাঙ্গিনি হাজরার মূর্তির সামনে বসে রয়েছেন আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা।

আজ পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক পাননি তাঁরা।

জানা গিয়েছে,
★ প্রথম নোটিফিকেশন – 30 th January, 2014
★ টেট পরীক্ষা – 16 th August, 2015
★ ফলপ্রকাশ – 14 th September, 2016
★ ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন – October, 2016
★ প্রথম ইন্টারভিউ – July, 2019

চাকরি প্রার্থীরা বলছেন,
২০১৬ সালে, টোটাল ভাক্যান্সি ছিল, ১৪৩৩৯ জন।
২০২৪ সালে অর্থাৎ দীর্ঘ ১০বছরে শূন্যপদ বাড়েনি।
সেই একই রয়েছে।

তাই ইন্টারভিউয়ের দাবিতে এবং শূন্য পূরণ বাড়ানোর দাবিতে চাকরি প্রার্থীদের এই আন্দোলন।
মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন পাঁচজনের প্রতিনিধির দল।