অবতক খবর , সৌরভ নস্কর ,দক্ষিণ 24 পরগনা :- কালি পূজার আগেই বাজী বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো চাম্পাহাটি , হারাল বাজী বাজার।
আজ সকালে হটাৎ ই বিস্ফোরনে কেপে ওঠে বারুইপুর থানা র অন্তর্গত চাম্পাহাটি হারাল এলাকা।
আতস বাজিতে আগুন লেগে ভয়াবহ আকার নেয় চাম্পাহাটি ।খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। বারুইপুর দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।ঘটনাস্থল থেকে এলাকার মানুষদের সরিয়ে ফেলা হচ্ছে।
সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।ঠিক কি কারণে আগুন লাগলো এবং ক্ষয় খতির পরিমাণ কত তা জানার চেষ্টা করছে পুলিশ।