অবতক খবর,৬ জানুয়ারি,মালদা:- কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক ব্লকের আলিপুর ২ অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান বয়স ৯ বছর পিতা রফিকুল খান। অপরজন সায়েম খান বয়স ৭ বছর পিতা নাসিউল খান উভয়ের বাড়ি শেরসাহির দক্ষিণ লক্ষ্মীপুরে।

আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছু দিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনা স্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে।

সঙ্গে সঙ্গে বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমা গুলি কোথা থেকে আসলো, কারা মজুদ করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমা গুলি পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়া শুরু করেছে।