অবতক খবর :: উত্তর দিনাজপুর :: আজ বিশ্ব রক্তদাতা দিবস, রক্তদান হোক মানুষের অন্তরের দান। এই বার্তাকে সামনে রেখে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন কালিয়াগঞ্জের দক্ষিন আখানগর প্রথমিক বিদ্যালয়ে কালিয়াগঞ্জ ১নং এবং ২ নং চক্রের উদ্যোগে রক্তদান ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন হয়।
করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন আর লকডাউনের জেরে জেলা ব্লড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে। রক্তের অভাব মেটাতে বিশ্ব রক্তদান দিবসে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি গৌরাঙ্গ চৌহান,কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ,পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল,সহ বিশিষ্ট জনেরা।