নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১২ নভেম্বর :: উত্তর দিনাজপুর ::   সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাটমন্দিরে শুরু হল রাস উৎসব। উত্তরবাংলা তথা পুর্ব ভারতের সব চাইতে বড় নাটমন্দির প্রাঙ্গনে এদিন এক প্রকার মানুষের ঢল নামে। বসেছে মেলা,বিভিন্ন দোকানদারেরা নিজেদের পশরা সাজিয়ে বসেছে।

এদিন রাস উৎসবের পাশাপাশি শিশুদের মনে আনন্দো দিতে নাট মন্দিরের ৬৪ প্রহর নামযঙ্গ সমিতির উদ্যোগে গোপাল সাঁজো প্রতিযোগিতার আয়োজন হয়। মোট ৩৬ জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এদিন শিশুরা কৃষ্ণের নানা রুপ সেজে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হিসাবে পুরস্কৃত করার পাশাপাশি সকলকে সান্তনা পুরুস্কার দেওয়া হয়।

নাট মন্দির কমেটির অন্যতম সদস্য জানান, শিশুদের পড়া শুনার পাশাপাশি যেমন খেলা ধূলা, বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহন করা উচিত, তার সাথে আমাদের সংস্কৃতির সম্পর্কে অবগতির দরকার তায় আমারা প্রতিবারের ন্যায় এবারো গোপাল সাজো প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অনুষ্ঠানকে ঘিড়ে শিশুদের উৎসাহ ছিল ভালোই। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।