অবতক খবর,১৭ মার্চ,মালদা:- কালিয়াচকে দুর্ঘটনার বলি এক। দুর্ঘটনায় মৃতের নাম মোহাম্মাদ লালবাবু উরফে বাবুলাল, বয়স ৪২ বছর। তার বাড়ি কালিয়াচক থানার উত্তর দারিয়াপুরের নয়াবস্তি এলাকায়। দুর্ঘটনাটি ঘটে কালিয়াচকের পাগলা ব্রিজ এলাকায়। কাশ্মীরে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে পাঁচজনের দল বের হয় লালবাবু। ফারাক্কায় ট্রেন ধরতে যাওয়ার জন্য বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার পার হওয়ার পর পাগলা ব্রিজের নিকট তাদের টোটোকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি।
সে আঘাতের পড়ে সবাই ঘটনা স্থলে অজ্ঞান হয়ে যায় লালবাবু এবং আহত হয় সঙ্গে থাকা আরও চারজন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তারপর তার দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এবং ময়না তদন্তের জন্য তার মৃত দেহ পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।