অবতক খবর,২৯ ডিসেম্বর,অভিষেক দাস,মালদা:- মালদার মানিকচক ব্লকের নুরপুর ব্যারেজের কালিন্দ্রি নদীর পারে ভাঙ্গনে বিঘের পর বিঘে ফসলি জমি নদী গর্ভে তলিয়েছে। যোগাযোগের রাস্তাও ভেঙ্গে পড়তে পারে।লাগাতার ভাঙ্গনে এলাকার বাসিন্দা থেকে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করছেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অধীনে নুরপুরের ব্যারেজ। কালিন্দ্রী নদীর ওপর এই নূরপুর ব্যারেজ। দিবারাত্রি নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকেন এই ব্যারেজে। তবে গত কয়েকদিন ধরে এই কালিন্দ্রী নদীর তীরবর্তী এলাকা জুড়ে ব্যাপক হারে ভাঙ্গন হচ্ছে।
বিস্তীর্ণ ফসলি জমি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে।আর এতেই ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ ও কৃষকরা। জল আটকানোর জন্য এই নূরপুর ব্যারেজের পাঁচটি লক গেট থাকলেও বর্তমানে একাধিক লক গেট অকেজো হয়ে পড়েছে। পলি ও বালি মাটি লক গেটে জমা হয়ে গেট বন্ধ হয়ে গেছে।ফলে গত দুই বছর ধরে নদী নিজের গতিপথ বদলে ফেলছে। আর এই কালিন্দ্রি নদীর গতিপথ বদল হওয়ার কারণেই ভাঙ্গন হচ্ছে। গত কয়েক দিনের ভাঙ্গনে বহু বিঘা ফসলি জমি তলিয়ে গেছে।
এভাবে ভাঙ্গন চলতে থাকলে বিপন্ন হবে রাজ্য সড়ক। বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা বলে মনে করছে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রক্ষণাবেক্ষণ এর দায়িত্বে যখন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ তখন তাদেরই উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই ভাঙ্গন থামাতে হলে নদীতে সংস্কার প্রয়োজন এবং নদীর গতিপথ সোজা করা প্রয়োজন। যে লক গেট গুলি বন্ধ হয়ে পড়েছে সেগুলি সংস্কার করে সচল করার প্রয়োজন রয়েছে। কিন্তু কোন রকম কোন কাজই হচ্ছে না ফলে লাগাতার ভাঙ্গন হচ্ছে। বড় বিপদ হওয়ার আগে সংস্কার করতে হবে দাবি তুলছেন কৃষকরা।