অবতক খবর,২ মার্চ : চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামের পুলিশের উপর হামলা এবং আসামি ছিনতাই করার অভিযোগে গ্রেপ্তার 5 জনকে রবিবার ইসলামপুর আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এখনো মজিবুর রহমান পলাতক। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা মজিবুরের কীর্তিকলাপ সম্বন্ধে বিতশ্রদ্ধ।
তাদের একাংশ অভিযোগ, মজিবুর শাসকদলের পরিচয়কে ঢাল করে এলাকায় তোলা আদায় থেকে শুরু করে অস্ত্র ব্যবসা করতো। এলাকার সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে পারত না। মজিবুর চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। শনিবার মজিবুর গাঢাকা দিতেই তাকে আড়াল করতে ময়দানে নামের খোদ বিধায়ক। তাকে ভালো মানুষ ও সমাজসেবী হিসেবে স্বীকৃতি দিতেও পিছপা হননি তিনি।