অবতক খবর,২৫ জানুয়ারি: কার্শিয়াং এলাকায় দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের! যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ব্ল্যাক প্যান্থার বসে রয়েছে রাস্তার এক পাশে এবং কেউ একজন গাড়িতে বসেই সেই ভিডিওটি তুলেছেন।
এরপরেই ব্লাক প্যান্থার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানিয়েছেন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে যদিও সেটা ব্ল্যাক প্যান্থার নয় এটাকে বলা হয় মেলানিস্টিক লেপার্ড। লেপার্ডের কালো কালার।
আমাদের কাছেও একটি ভিডিও এসেছে সেই ভিডিও এয়ার ফোর্সের তরফ থেকে পাঠিয়ে। আর এই কালো চিতা রয়েছে আমরা মাঝেমধ্যেই আমাদের লাগানো ক্যামেরা তে দেখতে পাই। ভয়ের কোন কারণ নেই।