অবতক খবর,২১ জানুয়ারি: কামারহাটি সাত নম্বর ওয়ার্ড ধুবিয়াবাগান আচমকাই তিন তলা বিল্ডিং হেলে পড়ে যায় । ছয় থেকে সাত মাস ধরে এই বিল্ডিং এর কাজ হচ্ছিলl প্রোমোটার বিক্কু এই বিল্ডিং এর কাজ নির্মাণ করেছেন l বিল্ডিং এর পাশে একটি স্কুল আছে l নতুন বিল্ডিং তৈরীর ক্ষেত্রে বিল্ডিং হেলে যায়।
এক চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার কাজ চলছিল।
নতুন বিল্ডিংয়ের এই অবস্থা হলে যখন বিল্ডিংয়ে সাধারণ মানুষ বসবাস করবে সেই বিল্ডিংয়ের অবস্থা কি হবে, এখনই আশঙ্কায় আছেন এলাকার মানুষ। বিল্ডিংয়ের চারপাশ দিয়ে কোন ছাড় নেই। ঘটনাস্থলে এলাকার স্থানীয় কাউন্সিলর এসে ঘটনাটি পরিদর্শন করেন এবং কাজ বন্ধ রাখেন।
এই ভাবেই কামারহাটিতে বেআইনিভাবে বহুতল নির্মাণ হচ্ছে এবং প্রোমোটার থ্রেট কালচারও চলছে। এলাকার মানুষ আতঙ্কিত। এলাকার মানুষের একটাই প্রশ্ন, কামারহাটিতে এইভাবে যদি বেআইনি বিল্ডিং নির্মাণ হয়, ভবিষ্যতে কামাহাটিতে বসবাসের ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি হবে।