অবতক খবর,১০ ফেব্রুয়ারী: কামারহাটির বিধায়ক মদন মিত্র অর্জুন সিং কে আক্রমণ করে বলেন জোড়া না শুনে ধর্মের কাহিনী। অর্জুন সিং বলে এখানে গুন্ডামি হচ্ছে ওর মুখে এটা মানায় না। অর্জুনের জামাটা যত সাদা ভেতরটা তত টাই কালো।তাই মানুষ ওকে ছোবরার মতো করে দিয়েছে ।অর্জুন এখানে ঢুকে পড়ার চেষ্টা করছে, ঘরে ঘরে মদ ঘরে ঘরে মদ জুয়ার ব্যবসা চলছে। মদ বিক্রি করা হচ্ছে। আমি অর্জুন কে বলব এটা ভাটপাড়া জগদ্দল নয় এখানে প্রচুর রেল ওয়ার্ড আছে ঢুকে পড়া সহজ বেরোনোর সহজ নয়।