অবতক খবর,২৯ জুলাইঃ বৃহস্পতিবার দিনহাটা মহকুমা শাসক করনে মহকুমা শাসক রেহেনা বসির কে একটি লিখিত স্মারকলিপি প্রদান করে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা। উল্লেখ্য গত তিন দিন আগে গোসানিমারি ঐতিহাসিক কামতেশ্বরী মন্দিরে ভিডিও ও গানের শ্যুট নিয়ে বিতর্ক তৈরি হয়।

এমনকি অনুমতি না নিয়েই সেই ঐতিহাসিক মন্দিরে ভিডিও শ্যুট করে একটি ইউটিউব চ্যানেলের ছেলেমেয়েরা। শুরু হয় বিতর্ক, সেই বিতরকের জেরে দিনাটা থানায় লিখিত অভিযোগ দায়ের এমনকি সেই ঘটনায় মন্দিরের পুরোহিতকে শোকজ পর্যন্ত করে কোচবিহার দেবোত্তর ট্রাস্টবোর্ড।

আর সেই কারণে পুনরায় যাতে এই ধরনের কাজ না হয়, সে নিয়েই বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের সদস্যরা মহকুমাশাসক কে একটি লিখিত স্মারকলিপি প্রদান করে। সেখানে উপস্থিত ছিলেন পার্থ বর্মন, পাপন ব্রজবাসী, রাহুল বর্মনসহ অন্যান্যরা। এদিন সাররলিপি প্রদানের পর সংবাদমাধ্যমকে কি জানিয়েছেন শুনুন।