সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ২৫শে,নভেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: বেআইনি ভাবে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করেছিলেন খোকন বৈদ্য নামে এক যুবক। আর সেই কারণেই গনেশ মণ্ডল ও তার বাবা শশধর মণ্ডল একা পেয়ে খোকন বৈদ্য নামে ঐ যুবককে বেধড়ক মারধোর করে। মেরে মাথা ফাটিয়ে দেয় তার।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কানিংয়ের ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির কারখানার চক এলাকায়। এই ঘটনায় খোকন বৈদ্য নামে ঐ যুবক গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঘুঁটিয়ারিশরীফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ঐ প্রতিবাদী যুবক। এ বিষয়ে ঘুঁটিয়ারিশরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হলেও এই ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।