অবতক খবর,২৬ ডিসেম্বর: সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষার কেন্দ্রে র আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন কানকি পুলিশ ফাঁড়ির চত্বরে এই চক্ষু পরীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়।

এই চক্ষু পরীক্ষা কেন্দ্রে প্রায় কয়েকশো সাধারন মানুষ বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি উদয় তামাং, চাকুলিয়া থানার আই সি রাজু সোনার, কানকি ফাঁড়ির ইনচার্জ কৌশিক পান্ডে সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা।