অবতক খবর,৬ জুন: কাদের ফোন করে আমন্ত্রণ জানালেন মোদী ?
এনডিএ সরকারে শপথে হাজির থাকবেন কারা?

সূত্রের খবর ,সব ঠিক থাকলে আগামী শনিবার অথবা রবিবার তৃতীয় বারের জন্য শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী ।

জানা যায়, এই শপথ গ্রহণে উপস্থিত থাকতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমা সিংহে ।পড়শি দুই-দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথ গ্রহণে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন মোদী নিজেই ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ,ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ,নেপালের প্রধানমন্ত্রী ,পুস্পকমল দহাল,মরিশাসের প্রধানমন্ত্রী
প্রবীন্দ জুগনথ শপথ গ্রহণের আমন্ত্রণ পেয়েছে ।পিটিআই -এর খবর অনুযায়ী বুধবার মোদী শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ফোন করে আমন্ত্রণ জানান নিজেই ।এএনআই ,সূত্রের খবর অনুযায়ী বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফোন করেন মোদী ।
জানা যায় ,অন্য রাষ্ট্রপ্রধানের মধ্যে শেখ হাসিনাই প্রথম মোদীকে তৃতীয় বারের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন ।বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপ্রধানের কাছে আমন্ত্রণ পত্র পৌঁছবে।

তবে মোদী ও তার মন্ত্রিসভার সদ্যসরা কবে শপথ নেবেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি ।সূত্রের মারফত জানা গিয়েছে,আগামী শনিবার অথবা রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিতে পারেন তিনি ।