অবতক খবর,২০ জুন: দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনা, সরকারি মতে নজরের মৃত্যু হয়েছে,যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনো নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের।

মনে পড়ে সেদিনের কথা ২৩ সালের ২রা জুন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের। দীপঙ্কর মন্ডল ও অক্ষয় মিস্ত্রি দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরে অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি পরেরদিন সকাল পর্যন্ত ফোন রিং হয়।

দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা। DNA টেস্টও করা হয়। যদিও তার রিপোর্ট এখনো আসেনি।

ঘটনার পর পর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিস পাওয়া যায় নি। এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায়।কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এর দুর্ঘটনার খবরে পুরানো স্মৃতি উসকে দিয়ে এখনো কাঁদছে দুই বন্ধুর দুই মা ও পরিবারের লোকজন।