অবতক খবর,২৬ ডিসেম্বর: কাজ না পেয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা। বিক্ষোভের জেরে চাবাগানের কাজ বন্ধ হয়ে গেল। বাগান লোকসানার চলায় চাবাগান বিক্রি করে দেবার চক্রান্ত করছে মালিক পক্ষ। ফলে কাজ হারানোর দিন গুনছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চাবাগানের প্রায় ৩৪ জন কর্মি।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভবানীপুর চাবাগানে ১৩ জন স্থানীয় শ্রমিক এবং ২১ জন অস্থায়ী শ্রমিক আছেন। গত বৃহস্পতিবার শ্রমিকরা বাগান কর্তৃপক্ষকে না জানিয়ে কাজে আসে নি। বিনা অনুমতিতে কাজে না আসার অভিযোগে মালিক পক্ষের তরফ থেকে শ্রমিকদের শোকজ করলে শ্রমিকরা সেই শোকজের চিঠি নেন নি। মঙ্গলবার শ্রমিকরা কাজে এলে তাদের কাজ না নিয়ে বহিরাগত শ্রমিক এনে বাগানের কাজ শুরু করলে শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। বাগানের কাজ না পাওয়া শ্রমিকরা বহিরাগত শ্রমিকদের কাজ থেকে বের করে দিয়ে গেট আটকে দেন। বাগানের শ্রমিকদের অভিযোগ, ভবানীপুর চাবাগানে বর্তমান মালিক শ্রমিকদের কোন স্বার্থ দেখছেন না। কালীপূজার সময় তাদের জন্য বরাদ্দ ছাতা,চপ্পল আজ পর্যন্ত পান নি। এছাড়া বার্ষরিক ছুটির টাকা এখন পর্যন্ত পান নি। বাগানের লোকসানকে কারন দেখিয়ে বাগান বিক্রি করার চক্রান্ত করছে মালিক পক্ষ। চাবাগানের কর্মি জানান, বাগানের শ্রমিকরা নিয়ম না মেনে কাজে না আসার কারনে তাদের শোকজ করা হয়েছিল। শোকজের চিঠি হাতে না নেওয়ায় আজ তাদের কাজ দেওয়া হয় নি। এই অভিযোগে শ্রমিকরা চাবাগের গেট আটকে দিয়ে বিক্ষোভ দেখান। বিষয়টি বাগানের মালিককে জানানো হয়েছে। তার নির্দেশ অনুযায়ী পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে বলে কেশরী বিশ্বকর্মা জানিয়েছেন।