পৃথিবীতে অনেক কিছু শেখার আছে। আমি রোজ শিখি। শেখাটাই আমার আনন্দ। তোমরাও অনেক কিছু শিখতে পারো, যদি আগ্রহ থাকে…
কাছে যাও
তমাল সাহা
‘বিকাশ’-এর কথা শুনতে হলে
তাহার কাছে যাও।
‘উন্নয়ন’-এর কথা শুনতে হলে
উহার কাছে যাও।
‘মন কি বাত’ শুনতে হলে
তাহার কাছে যাও।
‘অনুপ্রেরণা’র কথা শুনতে হলে
উহার কাছে যাও।
দেশেরমাথা নিচু দেখতে হলে
তাহার কাছে যাও।
মৃত্যুর সাংখ্যগণনা শিখতে হলে
উহার কাছে যাও।
এ প্লাস বি হোল স্কোয়ার— শিখতে হলে
তাহার কাছে যাও।
করোনা-আক্রান্তের হিসেব শিখতে হলে
উহার কাছে যাও।
তথ্য চুরির তত্ত্বকথা শিখতে হলে
তাহার কাছে যাও এবং
উহার কাছে যাও।