অবতক খবর,২৯ মে: বাংলার শেষ সভা থেকে ৪ জুনের পর বাংলা তথা দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে ভবিষ্যৎ বাণী করলেন প্রধানমন্ত্রী ।

তাঁর নিশানায় রেখেছিলেন বাংলার বিরোধী দলগুলিকেও। বুধবার লোকসভা নির্বাচনে শেষ সমাবেশ সারলেন প্রধানমন্ত্রী।
কিন্তু কাকদ্বীপের এই শেষ সভায় আবারো নাম উচ্চারণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকর্মী তথা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।বুধবার একই সঙ্গে ৩টি জনসভার প্রচার করলেন মোদী ।তাঁর মধ্যে ছিল ডায়মন্ড হারবারও ।
যে কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় ।এইদিন তাঁর নিশানায় ছিলেন তৃণমূল কংগ্রেস সহ
সর্বভারতীয় স্তরের যাবতীয় বিরোধী দল ।

এইদিন তাঁর জনসভা থেকে তিনি বাংলার দুর্নীতি তথা কাঠমানি ,থেকে শুরু করে মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দেওয়া
এবং অনুপ্রবেশকারীদের রমরমা বৃদ্ধি নিয়ে নিশানার তীর ছোড়েন রাজ্য শাসক দলকে ।

তিনি বলেন ,”এই তৃণমূলের বাংলার মানুষকে নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই এরা শুধু জানে কাটমানি ,তোলাবাজি করতে।”
এদেরকে শাস্তি দেবেন তো ।

রাজ্যে বিরোধী পক্ষকে নিশানায় নিয়ে তিনি বলেন, ৪ জুনের ভোটের ফলপ্রকাশের পর দেশের রাজনীতি
উথালপাথাল হবে ।পরীতান্ত্রিক দলগুলো আপনা থেকেই সরে যাবে ।তাঁরাও হাঁপিয়ে উঠেছে ।ওরা ৪জুনের ফল থেকে বিরতী নেবে ।

কিন্তু এই সভায় এত বক্তৃতার মাঝে তিনি একবারও উচ্চারণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ।