অবতক খবর :: শিলিগুড়ি :: ২৫ জুন ::     আজ শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে ওয়ার্ডে জরুরী পরিষেবার সাথে যুক্ত মানুষদের সাবধানতামূলক দ্রব্য প্রদান করা হল। শিলিগুড়ির রামকৃষ্ণ ময়দানে ওয়ার্ডে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হল মাষ্ক, স্যানিটাইজার, সাবান এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

১৪ নং ওয়ার্ডের বর্তমান কো-অর্ডিনেটর শ্রাবনী দত্তের উদ্যোগেই এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিশ্বময় ঘোষ, ওয়ার্ড প্রেসিডেন্ট পঙ্কজ দত্ত প্রমুখ। পরে ওয়ার্ড কো-অর্ডিনেটর জানালেন, “করোনা ছড়িয়ে গেছে গোটা রাজ্যে। এখন এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় মাষ্ক পড়া এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া এবং দুরত্ব বজায় রেখে চলা। সবাইকে অনুরোধ জানিয়েছি এই জিনিসগুলো যেন ব্যবহার করা হয়।