অবতক খবর,১১ জানুয়ারি: জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের আমবাগান এলাকায় ২ যুবকের বচসার জেরে ছুরি কাহত হলেন বাসু গায়েন নামে এক ব্যক্তি। জানা গিয়েছে আমবাগান এলাকায় শুক্রবার এলাকারই বাসিন্দা দেবাশীষ মন্ডলের সাথে গন্ডগোল হয় স্থানীয়দের। যদিও পরবর্তীতে সেই ঝামেলা মিটে গেলেও শনিবার দেবাশীষের বাড়িতে পারিবারিক ঝামেলা পৌঁছয় চরম পর্যায়ে।
দেবাশীষ স্ত্রী স্থানীয় ভ্রাত্রী সংঘ ক্লাবে গোটা বিষয়টি জানালে ক্লাবের তরফ থেকে দেবাশীষকে ক্লাবে ডেকে পাঠানো হয় আলোচনার জন্য। শনিবার রাতে ক্লাবের বেশ কয়েকজন সদস্য দেবাশীষের বাড়িতে পৌঁছালে সে আচমকা বাসু গায়েন নামে এক ব্যক্তির ওপর ধরালো ছুরি নিয়ে চড়াও হয়।
ছুরি কাহত অবস্থায় বাসুকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বাসুদেবপুর থানার পুলিশ। দেবাশীষকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার তবে কি কারণে ছুরি চালানোর ঘটনা ঘটলো সেই সবদিক তদন্ত করছে বাসুদেবপুর থানার পুলিশ।