অবতক খবর,৪ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:
কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে মন্তেশ্বরে। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন ।শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের দেনুড় পঞ্চায়েতের মৌসা গ্রামে। মৃত হাসিবুল শেখ প্রায় বয়স ২৫ বছর মৌসা গ্রামেরই বাসিন্দা। মৃতের এক খুড়তোতো দাদা রবিউল শেখ বলেন, আবাস যোজনার টাকা পেয়ে একটি বাড়িকে তৈরি কে কেন্দ্র করে এমনিতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। শুক্রবার বিকালে দুটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয় ।
সে সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচা ও অশান্তি শুরু হয়। অভিযোগ সে সময় আক্কেল শেখ নেতৃত্বে বাড়ির জনা ছয় সাত জন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার ওপর চরাও হয়। লাঠি, কাঁড়ি, কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করা হয় বলে অভিযোগ।
তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয়। এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে হাসিবুল কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত কয়েকজনকে বর্ধমান হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে।। জানা গিয়েছে,হাসিবুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত। কিছুদিন আগে বাড়ি ফিরেছিল হাসিবুল। দুর্ঘটনার পর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জমা করা হয়। পুলিশ জানায় , অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।