অবতক খবর,৯ সেপ্টেমর: হিন্দী সম্প্রদায়ের আজ এক অন্যতম দিন ছিল। তারা আজকের এই বিশেষ দিনটিকে “তীজ” হিসেবে পালন করেন।

হিন্দি সম্প্রদায়ের মহিলারা নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা করে এবং স্বামী-স্ত্রীর বন্ধন অটুট রাখতে এই “তীজ”-এর উপোস করে থাকেন।

সারাদিন উপোস করে সন্ধ্যায় আকাশে চাঁদ ওঠার সময় তারা নিজের স্বামীকে দেখে অথবা স্বামী উপস্থিত না থাকলে তাদের ছবি দেখে, স্বামীর হাতে জল খেয়ে এসে উপোস ভাঙেন।

আর আজকের এই বিশেষ দিনে কাঁচরাপাড়া ১ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা ওয়ার্ড কো-অর্ডিনেটর ঝুম্পা সিং অধিকারী বিশেষ উদ্যোগ নিলেন।

তিনি তাঁর ওয়ার্ডের সমস্ত মহিলাদের জন্য তীজ-এর যাবতীয় সরঞ্জাম,পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে সাজানো পুজোর থালার ব্যবস্থা করলেন।

এ প্রসঙ্গে ঝুম্পা সিং অধিকারী বলেন, আজকের এই বিশেষ দিনে আমার ওয়ার্ডের মহিলাদের জন্য আমি সামান্য কিছু আয়োজন করেছি। যাতে তারা সুন্দরভাবে নিজেদের এই বিশেষ দিনটি পালন করতে পারেন।