Aabtak Khabar,21 September:  আজ সকাল ১০ ঘটিকায় কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন রিক্সা স্ট্যান্ডে  সি আই টি ইউ কাঁচরাপাড়া পৌর অঞ্চল কমিটির পক্ষ থেকে রিক্সা চালক ও ভ্যান চালকদের মধ্যে শারদীয়া উৎসবকে সামনে রেখে বস্ত্র ও মিষ্টান্ন প্রদান কর্মসূচি পালন করা হলো!

এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সভাপতিত্ব করেন অঞ্জন বসু!

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কমরেড আশিস গাঙ্গুলী উত্তর ২৪ পরগনা জেলার রিক্সা ও ভ্যানচালক ইউনিয়নের সাধারণ সম্পাদক!

এছাড়াও কাঁচরাপাড়া অঞ্চলের সমস্ত  সি আই টি ইউ নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন!