Aabtak Khabar,15 May: তীব্র গরমের প্রেক্ষিতে পূর্ব রেলের অফিসার্স কলোনি গ্রুপ, ভারত স্কাউট ও গাইড-এর তরফ থেকে এক প্রশংসনীয় সেবামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ঠান্ডা জল বিতরণ করা হচ্ছে।

এই পরিষেবা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত চালু রয়েছে, যেখানে স্কাউট ও গাইড-এর যুব সদস্যরা উৎসাহ ও সেবাভাব নিয়ে যাত্রীদের জল সরবরাহ করছেন।

“এই প্রচণ্ড গরমে যখন স্টেশনে পানীয় জলের সমস্যা দেখা দেয়, তখন এই জল পরিষেবা আমাদের জন্য বড়ো স্বস্তি এনে দিয়েছে।” বললেন যাত্রী শ্যামল বিশ্বাস,
“স্কাউট ও গাইড-এর বাচ্চাদের দেখে ভালো লাগে, আজও সমাজে সেবাভাব বেঁচে আছে।” — রিতা মণ্ডল, যাত্রী


“ভারত স্কাউট ও গাইড-এর লক্ষ্য শুধু নিজেদের উন্নতি নয়, সমাজের প্রতি সেবার মনোভাব জাগ্রত করা। এই গরমে যাত্রীদের ঠান্ডা জল পরিবেশন আমাদের কাছে শুধু এক পরিষেবা নয়, এটি মানবতার দায়িত্ব। বাচ্চাদের মধ্যে সহযোগিতা, শৃঙ্খলা ও সেবার মনোভাব গড়ে তোলা আমাদের অগ্রাধিকার।”
বললেন শুক্ল্যাণ নাথ(গ্রুপ লিডার স্কাউট)।

“আমাদের লক্ষ্য হল যাতে প্রত্যেক প্রয়োজনে থাকা মানুষ স্বস্তি পান এবং বাচ্চাদের মধ্যে সেবা ও সহযোগিতার মূল্যবোধ গড়ে ওঠে।”
বললেন অভয় কুমার সাউ(সহকারী স্কাউট মাস্টার)।