অবতক খবর,১৪ জানুয়ারি: তিন বছর পর পর গঠিত সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির নতুন কমিটি। তাদের মোট সদস্য সংখ্যা ২১৫ জন।
গত দুদিন ধরে তাদের দলীয় সম্মেলন চলছিল কাঁচরাপাড়া আম্বেদকর বাজার উৎসব ভবনে। সেখানে উপস্থিত হয়েছিলেন জেলা নেতৃত্বরাও।
মোট ১৬টি প্যানেল দেওয়া হয়েছিল এই নির্বাচনে। যার চূড়ান্ত ফলাফল হয় ১৬-০। অর্থাৎ জয়জয়কার হয় দেবাশীষ রক্ষিত ওরফে ববি রক্ষিতের।
এই ভোটাভুটিতে দেখা গেল ববি রক্ষিতের অনুগামীদের মধ্যেই বেশ কয়েকজন তাঁর বিপক্ষে প্যানেল দিয়েছিল। আরো উল্লেখ্য,ববি রক্ষিত যাকে নিজে যুব সেক্রেটারি করেছিলেন অর্থাৎ অভিজিৎ চক্রবর্তী,তিনিও ববি রক্ষিতের বিপক্ষে প্যানেল দিয়েছিলেন।
তবে শেষ হাসি হাসলেন ববি রক্ষিত। এরিয়া কমিটির সম্পাদক হিসেবে বহাল থাকলেন তিনি।
তবে এই দলের ভেতরের সমীকরণ কিন্তু অনেকটাই পাল্টে গেছে তা বলাই বাহুল্য।