অবতক খবর,২৫ অক্টোবর: কাঁচরাপাড়া শহীদনগর সার্ব্বজনীন পূজা কমিটির পুজোটি একেবারে আদি পুজো। এবছর এই পুজোর ৭৬তম বর্ষ। স্থানীয় মহিলারা মিলেই এই পুজোর আয়োজন করেন। পুজোর ৫ দিন সকলে মেতে ওঠেন উৎসবে। এই পুজোর উল্লেখযোগ্য দিক হলো, স্থানীয় প্রতিটি ঘরের বধূরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুজোর পাঁচদিন আনন্দ উল্লাসেই কেটে যায়। যারা অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন তাদের মধ্যে কেউ শিক্ষিকা,তো কেউ ব্যবসা করেন,আবার অনেকেই আছেন গৃহবধূ।
এই পুজোর আরো একটি উল্লেখযোগ্য ঘটনা হলো,এই পুজোর উদ্বোধন করে পাড়ার ছয় মাস বয়সী শিশুরা।তাদের হাত ধরেই এই পুজোর শুভ সূচনা হয়। এ প্রসঙ্গে তারা জানান যে,পুজোয় কোনো রাজনৈতিক রঙ তারা লাগাতে চান না,এমনকি কোন সেলিব্রিটি বা বিশিষ্ট কোন ব্যক্তিদের দিয়ে পুজোর উদ্বোধন করানো হয় না। শিশুদের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন তাই তাদের হাত ধরেই ঈশ্বরের আরাধনা শুরু হয়।

এই নারী শক্তি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতা করেছেন তাতে আগামী বছর আরো বড় করে হবে এই পুজো।