অবতক খবর,১৫ নভেম্বর: কাঁচরাপাড়া লিচুবাগান মোরে দুই ফল ব্যবসায়ীর মধ্যে গন্ডগোল শুরু হয়। এই গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছায় যে বাপী কুন্ডু(৪৫) ডাব কাটার দা দিয়ে বিমল বিশ্বাস(৪০) এর উপর আক্রমণ করে। বিমল বিশ্বাসের বুকে গেথে যায় ওই দা। দাদা কমল বিশ্বাস এবং স্থানীয়দের তৎপরতায় তাকে তড়িঘড়ি কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বীজপুর থানার পুলিশ এসে বাপী কুন্ডুকে গ্ৰেপ্তার করে।

এই নিয়ে বিমল বিশ্বাস জানান, দীর্ঘ বছর ধরে তিনি কাঁচরাপাড়া লিচুবাগান মোরে ফল বিক্রি করেন। তিনি কলকাতা থেকে ফল কিনে এনে এখানে বিক্রি করেন। ফলে তিনি অনেক কম মূল্যেই ফল বিক্রি করতে পারেন। অন্যদিকে বাপী কুন্ডু যেহেতু এখানেই কেনাবেচা করেন তাই তিনি খুব একটা কম দামে ফল বিক্রি করতে পারেন না। আর এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। বিমল বিশ্বাসের কাছে খদ্দের বেশি আর বাপী কুন্ডুর কম। এই নিয়ে দীর্ঘদিন ধরেই একটা বিবাদ চলছিল। কিন্তু আজ দুপুর একটা নাগাদ মদ্যপ অবস্থায় রাগের বশে সে বিমল বিশ্বাসের বুকে দা দিয়ে কোপ দেয়।