অবতক খবর,২৯ জুন: মান্ধারী বাজার হাইস্কুল সংলগ্ন মল্লিকপাড়ার এক যুবক গোবিন্দ
বাড়ুই (২২) শিবপুকুরের ঘেরা পাঁচিলে বসে আড্ডা দিচ্ছিল। অসতর্ক হওয়ায় কোন কারণে সে পুকুরে পড়ে যায় এবং মিনিট দশেক জলে পড়ে থাকে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা করা হয়।

কিন্তু শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার পোস্টমর্টেম হবে বলে তার দেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

যুবকটি দিনমজুর, সাধারণ ঘরের ছেলে। বাড়িতে তার বোনেরা রয়েছেন, তারা গৃহপরিচারিকার কাজ করেন। পাড়ায় সাদামাটা ছেলে বলে পরিচিত ছিল। এইরকম একটি ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত যুবকের মায়ের সাথে কথা বলতে গেলে তিনি অভিযোগ করেন যে,কেউ তাকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে কোন কারণে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে।