অবতক খবর,২৫ জুলাই: কাঁচরাপাড়া বসন্ত সংঘের পক্ষ থেকে এক মহতি উদ্যোগ নেওয়া হল। ছোট ছোট বাচ্চাদের নিয়ে গড়ে ওঠা এই বসন্ত সংঘ তিন বছর পূর্ণ করল। সেই উপলক্ষে তারা এক মহৎ উদ্যোগ নিলেন। উষ্ণায়ন,পরিবেশ দূষণ এই সমস্ত কিছুই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর এই কথায় মাথায় রেখেই ক্ষুদে পড়ুয়ারা এগিয়ে এসেছেন বৃক্ষরোপণ করতে।

বৃক্ষরোপণ এই সময় কতটা জরুরী সেই বার্তা দিলেন তারা। তাদের এই বৃক্ষরোপনে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন স্থানীয় মানুষ।

এই সংগঠনের এইরকম একটি উদ্যোগ দেখে কাঁচরাপাড়া ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলোকময় লাহিড়ী তিনিও ভীষণ খুশি এবং উৎসাহী। তিনি বলেন, এই বসন্ত সংঘের পড়ুয়ারা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। কখনো সম্মিলিতভাবে সরস্বতী পুজো করা বা এই বৃক্ষরোপণ সব কাজেই তারা এক ধাপ এগিয়ে থাকে, তাদের উৎসাহ মানুষের মধ্যে সাড়া ফেলে দেয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই খুদে পড়ুয়াদের অভিভাবকরাও। তাদের উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।