Aabtak Khabar,15 September: কাঁচরাপাড়া পৌর অঞ্চল জুড়ে সলিল চৌধুরী-সুকান্ত ভট্টাচার্য-ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে নাট্য,চলচ্চিত্র,সংগীত সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের নিয়ে কাঁচরাপাড়া হাই স্কুলে এক প্রস্তুতি সভা সংগঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যশিল্পী দেবদূত ঘোষ। সভায় বক্তব্য রাখেন প্রতুল কুন্ডু, পার্থপ্রতিম ভট্টাচাৰ্য, আবির মজুমদার, সোমনাথ মুখার্জি, কনক মুখার্জি, অভিজিৎ সেনগুপ্ত, অসিত আচার্য,সজল ব্যানার্জী, সোনালী মজুমদার, রণজয় মালাকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই সভা থেকে সলিল-সুকান্ত -ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি গঠিত হয়।
কমিটির প্রধান উপদেষ্টা কল্যাণ সেন বরাট,মুখ্য পৃষ্ঠপোষক পলাশ দাশ ও সোমনাথ ভট্টাচার্য,তৎসহ কাঁচরাপাড়া অঞ্চলের সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনদের নিয়ে এক উপদেষ্টামন্ডলী গঠন করা হয়।
উক্ত শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি দেবদূত ঘোষ।

 

কার্যকরী সভাপতি আবির মজুমদার যুগ্ম সম্পাদক: কেউর ভট্টাচাৰ্য ও স্বপ্না রায়।
কোষাধক্ষ্য সৌমেন নিয়োগী।
তৎসহ মোট ২০ জনকে নিয়ে সম্পাদকমন্ডলী গঠিত হয়।