অবতক খবর,৮ অক্টোবর: কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়ায় প্রাক্তন পৌরপ্রধান সুদমা রায়ের নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার সাত সকালেই সকাল সাড়ে নটা নাগাদ এক মহিলা সহ মোট চারজনের সিবিআই এর টিম হানা দেবার পর দীর্ঘ ম্যারাথন ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদে পর বিকেল পাঁচটায় তারা কেন্দ্রীয় বাহিনীর বেষ্টনীর মধ্য দিয়ে বেরিয়ে যায়। এই ম্যারাথন জিজ্ঞাসাবাদের সময় সুদমা রায়ের এর বাড়ির আলমারি ভাঙ্গার লোক এনে আলমারি ভেঙে কিছু নথি উদ্ধার করে নিয়ে যায় যাবার সময়।

যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিবিআই আধিকারিকরা তেমন কিছু না বললেও কিছু নথি সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছে বলে জানান। তার পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতির কাণ্ডে অভিযোগে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদামা রায়ের বক্তব্য নিতে গেলে বাড়ির লোকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলপূর্বক বের করে দেওয়া হয়। যদিও প্রাক্তন পৌরপ্রধান সুদামা রায় আগামী দিনে তদন্তের সহযোগিতা করবে বলে জানান। আগামী দিনে যদি তদন্তের প্রয়োজন হয় তাহলে সুদামা রায়কে ডাকতে পারেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে।